নিচের অপশন গুলা দেখুন
- তৎপুরুষ
- অব্যয়ীভাব
- বহুব্রীহি
- কর্মধারয়
কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস।
যেমন-
- মৃত্যুকে জয় করেছে যে = মৃত্যুঞ্জয়।
- পুনঃ আবৃত্তি করা হয় যা = পুনরাবৃত্তি।
- জলে চলে যা = জলচর।
- জল দেয় যে = জলদ।
- পঙ্কে জন্মে যা = পঙ্কজ।
এরূপ- গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা-চাটা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।