নিচের অপশন গুলা দেখুন
- হুমায়ুন রশীদ চৌধুরী
- ব্যারিস্টার আমিরুল হক
- ড. মুজাফফর আহমদ চৌধুরী
- তাজউদ্দিন আহমেদ
মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশনঃ
দেশ শ্ত্রুমুক্ত করার পরপরই যেহেতু পুনর্গঠন একটি কাজ হবে এবং সে কাজে সরকারের পক্ষে কোনরূপ কালক্ষেপণ করা যাবে না, তাই স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মুজিবনগর সরকার পাঁচ সদস্য বিশিষ্ট একটি পরিকল্পনা কমিশন গঠন করে।
কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন ড. মুজাফফর আহমদ চৌধুরী।
কমিশনের অন্যান্য সদস্য ছিলেন -
(১) ড. খান সরওয়ার মুর্শেদ,
(২) ড. মোশাররফ হোসেন,
(৩) ড. এস. আর. বোস এবং
(৪) ড. আনিসুজ্জামান।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বই (উন্মুক্ত)।