সঠিক উত্তর হচ্ছে: 121
ব্যাখ্যা: যথাক্রমে 6 সেকেন্ড, 12 সেকেন্ড, 15 সেকেন্ড এবং 20 সেকেন্ডের ব্যবধানে চারটি ঘন্টা বেজে যায় ।\n(6, 12, 15, 20) এর লসাগু নির্ণয় করে পাই, 60\nএখন,\n24 ঘন্টার মধ্যে এগুলি এক সাথে বেজে যায় = [[(2 × 60 × 60) / 60] বার + 1 (শুরুতে) = 121 বার\n\n\nই, ঘন্টা এগুলি 121 বার একসাথে বেজে যায়