সঠিক উত্তর হচ্ছে: ১৯৪২
ব্যাখ্যা: আব্দুল্লাহ আল মামুন ১৯৪২ সালের ১৩ই জুলাই জামালপুরে আমলা পাড়ায় জন্ম গ্রহণ করেন।নাটক\nআবদুল্লাহ আল মামুন যুদ্ধবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ‘শপথ’ নামে নাটক রচনা করেন ১৯৬৪ সালে। তিনি এ নাটকটি রচনা করেন মূলত বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের জন্য। প্রসঙ্গত উল্লেখ করা দরকার যে, মামুন ‘শপথ’ রচনার আগে ‘নিয়তির পরিহাস’, ‘বিন্দু বিন্দু রং’ শীর্ষক দুটো মৌলিক নাটক ছাড়া ক্রিস্টোফার মার্লোর ‘ডক্টর ফস্টাস’ বাংলায় অনুবাদ করেছিলেন। এছাড়াও তিনি নাট্যনিরীক্ষা করতে গিয়ে ‘ঋতুরাজ’ শীর্ষক এক কাব্যনাটক রচনা করেছিলেন।\nসুবচন নির্বাসনে (১৯৭৪)\nএখনও দুঃসময় (১৯৭৫)\nএবার ধরা দাও (১৯৭৭)\nসেনাপতি (১৯৮০)\nঅরক্ষিত মতিঝিল (১৯৮০)\nক্রসরোড ক্রস ফায়ার (১৯৮১)\nআয়নায় বন্ধুর মুখ (১৯৮৩)\nএখনও ক্রীতদাস (১৯৮৩)\nশাহজাদীর কালো নেকাব (১৯৮৩)\nচারদিকে যুদধ (১৯৮৩)\nএখনও ক্রীতদাস (১৯৮৪)\nতোমরাই (১৯৮৮)\nদূরপাল্লা (১৯৮৮)\nআমাদের সন্তানেরা (১৯৮৮)\nতৃতীয় পুরুষ (১৯৮৮)\n দীর্ঘ রোগভোগের পর ২১শে আগস্ট, ২০০৮ তারিখে ঢাকার বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ফেলেছেন নাট্যামোদী মানুষের প্রিয় এই ব্যক্তি।