সঠিক উত্তর হচ্ছে: আবুল মনসুর আহমদ
ব্যাখ্যা: আবুল মনসুর আহমেদের উপন্যাসগুলো হলঃ আবে-হায়াৎ, সত্যমিথ্যা ও জীবনক্ষুধা। তার রম্যগল্পগুলো হলঃ আয়না, ফুড কনফারেন্স, গালিভারের সফরনামা ও আসমানী পর্দা। এছাড়া আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর ও পাক বাংলার কালচার তার প্রবন্ধ। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]