সঠিক উত্তর হচ্ছে: সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা: সৈয়দ মুজতবা আলী রচিত \'পঞ্চতন্ত্র\' দুই পর্বে বিভক্ত ব্যক্তিগত প্রবন্ধ সংকলন যা ১৯৫২ সালে প্রকাশিত হয়।তার রচিত উপন্যাসঃ অবিশ্বাস্য, শবনম।ছােট গল্পঃ চাচা কাহিনী, টুনি মেম ইত্যাদি।তার রচিত বিখ্যাত ভ্রমণকাহিনী “দেশে বিদেশে” যা ১৯৪৯ সালে প্রকাশিত হয়। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]