সঠিক উত্তর হচ্ছে: বেশি
ব্যাখ্যা: দুই স্ট্রোক ইঞ্জিনে বায়ুদূষণ হয় বেশি। কারণ- দুই স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিনে কম্বাশন চেম্বারে প্রথমে পেট্রোল ও লুব্রিকেটিং ওয়েল এর মিশ্রণ ঘটে, পরে তা পোড়ানো হয়। ফলে দূষিত গ্যাস নির্গত হয় বেশি। তাছাড়া নির্গমন পাইপ দিয়ে পোড়া তেল নির্গত হয়, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। [তথ্যসূত্রঃ indiaenvironmentalportal.org]