সঠিক উত্তর হচ্ছে: হাটেবাজারে
ব্যাখ্যা: যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে। যেমন: হাটে-বাজারে, দেশে-বিদেশে, হাতে-কলমে।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]