সঠিক উত্তর হচ্ছে: উৎ + হার = উদ্ধার
ব্যাখ্যা: প্রথম পদের শেষে ‘ত’ বা ‘দ’ এবং পরপদের শুরুতে ‘হ’ থাকলে উভয়ে মিলে ‘দ্ধ’ হয়। [শর্টকাট : ত/দ + হ = দ্ধ]। যেমন- \n─━━━━━━⊱✿⊰━━━━━━─
\nত + হ = দ্ধ \nউৎ + হার = উদ্ধার [সমন্বিত ৫ ব্যাংকের অফিসার: ১৯],
\nউৎ + হৃতি = উদ্ধৃতি,
\nউৎ + হৃত = উদ্ধৃত।
\n─━━━━━━⊱✿⊰━━━━━━─
\n\nদ + হ = দ্ধ
\nতদ্ + হিত = তদ্ধিত,
\nপদ্ + হতি = পদ্ধতি [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৪; রূপালী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১০]।