সঠিক উত্তর হচ্ছে: কড়ি ও কোমল
ব্যাখ্যা: কড়ি ও কোমল রবীন্দ্রনাথ ঠাকুরের যৌবনকালে রচিত একটি কাব্যগ্রন্থ। প্রকাশকাল ১২৯৩ বঙ্গাব্দ (ইং ১৮৮৬ অব্দ)। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রধান কাব্যগ্রন্থগুলির অন্যতম। সমালোচক শিশিরকুমার দাশের মতে, “তারুণ্যের উচ্ছ্বলতা, নারীদেহের প্রতি মুগ্ধতা এবং মৃত্যুর রহস্যময়তার প্রতি আকর্ষণ – এই তিনটি লক্ষণে কাব্যটি বিশিষ্ট।” কবি লিখেছেন, “মৃত্যুর নিবিড় উপলব্ধি আমার কাব্যের একটি বিশেষ ধারা, নানা বাণীতে যার প্রকাশ। কড়ি ও কোমলেই তার প্রথম উদ্ভব।”