সাধারণ আলোকরশ্মির মত এক্সরে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এক্স রশ্মি খালি চোখে দেখা যায় না। এক্স রশ্মি সরলরেখায় চলে এবং বিশেষ অবস্থায় সাধারণ আলোর মতো প্রতিফলন, প্রতিসরণ প্রভৃতির সৃষ্টি করে। ক্যাথোড রশ্মির মত এক্সরে কোন গ্যাসের মধ্যে দিয়ে গেলে, গ্যাসকে আয়নিত করতে পারে।