সঠিক উত্তর হচ্ছে: কর্মধারয়
ব্যাখ্যা: যে সমাসে পরপদের অর্থ প্রধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন -
- গোলাপ নামের ফুল = গোলাপফুল
- ঘরে আশ্রিত জামাই = ঘরজামাই।
তেমনিভাবে,
- চিকিৎসা বিষয়ক যে শাস্ত্র = চিকিৎসাশাস্ত্র।
এটি একটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই (২০২১ সংস্করণ)।