সঠিক উত্তর হচ্ছে: যাযাবর
ব্যাখ্যা: বিনয় মুখোপাধ্যায় ( ১০ জানুয়ারি, ১৯০৮ - ২২ অক্টোবর, ২০০২) একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক , সাংবাদিক ও প্রাবন্ধিক। কর্মজীবনে \'যাযাবর\' ছদ্মনামে তার লেখা \'দৃষ্টিপাত\' গ্রন্থটি পঞ্চাশের দশকে বাঙালি পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছিল। \nবিনয় মুখোপাধ্যায় এর রচিত বই সমূহঃ\n\'দৃষ্টিপাত\' (১৯৪৭)\n\'জনান্তিকে\' (১৯৫২)\n\'ঝিলম নদীর তীরে\' (১৯৫৪)\n\'লঘুকরণ\' (১৯৬৪)\n\'হ্রস্ব ও দীর্ঘ\' \n\'যখন বৃষ্টি নাম\' (১৯৮৩)\nএছাড়া ক্রিকেট খেলা নিয়ে বাংলা ভাষায় তার স্বনামে লেখা গ্রন্থ দুটি হল -\n\'খেলার রাজা ক্রিকেট\'\n\'মজার খেলা ক্রিকেট\'.\n[তথ্যসূত্রঃ শিশিরকুমার দাশ সংকলিত ও সম্পাদিত, সংসদ বাংলা সাহিত্যসঙ্গী, সাহিত্য সংসদ, কলকাতা, ]