সঠিক উত্তর হচ্ছে: 19টি
ব্যাখ্যা: ? জেলা প্রশাসন \r\n\r\n? জেলা প্রশাসন বাংলাদেশে প্রশাসনিক কাঠামোর তৃতীয় স্তর। \r\n\r\n? বাংলাদেশে বর্তমানে ৬৪ টি জেলা রয়েছে। স্বাধীনতার পূর্বে বাংলাদেশে ১৯ টি জেলা ছিল। (36তম বিসিএস) এগুলোকে বৃহত্তর জেলা বলা হয়। যথা: ঢাকা, রাজশাহী ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, কুমিল্লা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, রংপুর, বগুড়া, দিনাজপুর, পাবনা, কুষ্টিয়া, যশোর, খুলনা, পটুয়াখালী এবং বরিশাল। বাংলাদেশের প্রস্তাবিত ৬৫তম জেলা হল ভৈরব।\r\n\r\n? জেলা প্রশাসককে কেন্দ্র করে জেলার সমগ্র শাসন আবর্তিত হয়। তিনি একজন উপ-সচিবের সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি।