সঠিক উত্তর হচ্ছে: ২৫ শতাংশ
ব্যাখ্যা:
ধরি, ২০ জনে কাজটি ১০ দিনে করতে পারে।
সুতরাং ২০% কম সময়= ৮ দিন।
কাজটি ১০ দিনে করে ২০ জনে
কাজটি ১ দিনে করে ২০X১০=২০০ জনে
∴কাজটি ৮ দিনে করে ২০০/৮= ২৫ জনে
জনবল বাড়ে ২৫-২০=৫ জন
শতকরা জনবল বাড়ে (৫X১০০)/২০= ২৫ জন।
∴জনবল বাড়াতে হবে ২৫ শতাংশ।