সঠিক উত্তর হচ্ছে: মুকুন্দরাম চক্রবর্তী
ব্যাখ্যা: চণ্ডীমঙ্গল ধারার প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী। তিনি ছিলেন ষোল শতকের কবি। এছাড়া মানিক দত্ত ছিলেন চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি : চতুর্দশ শতকের কবি। [সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]