সঠিক উত্তর হচ্ছে: শতাব্দী
ব্যাখ্যা: দ্বিগু এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের সমস্তপদে বাধ্যতামূলক সংখ্যাবাচক শব্দ থাকে। সমস্ত পদ বিশেষ্য হলে দ্বিগু সমাস আর বিশেষণ হলে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। শত অব্দের সমাহার= শতাব্দী ( দ্বিগু সমাস)। সে(তিন) তার যে যন্ত্রের= সেতার, তিন পায়া আছে যার = তেপায়া, পঞ্চ(পাঁচ) আনন আছে যার= পঞ্চানন, (সংখ্যাবাচক বহুব্রীহি সমাস)। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম ও দশম শ্রেণীর বোর্ড বই।