সঠিক উত্তর হচ্ছে: পরিক্রমা
ব্যাখ্যা: বুদ্ধদেব বসু (৩০ নভেম্বর ১৯০৮ - ১৮ মার্চ ১৯৭৪) বিংশ শতাব্দীর একজন প্রভাবশালী বাঙালি কবি, প্রাবন্ধিক, নাট্যকার, কথাসাহিত্যিক, অনুবাদক, সম্পাদক ও সাহিত্য-সমালোচক ছিলেন। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো - সাড়া, পরিক্রমা, সানন্দা, লাল মেঘ, কালো হাওয়া ইত্যাদি\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর]