সঠিক উত্তর হচ্ছে: ভাওয়াল
ব্যাখ্যা: মুঘল আমলে পূর্ববঙ্গের জমিদারগণ ‘বারোভূঁইয়া’ নামে পরিচিত ছিলো।
এদের নেতা ছিলেন ঈসা খান। ঈসা খান সোনারগাঁওয়ের জমিদার ছিলেন। তার মৃত্যুর পর তারপুত্র মুসা খান সোনারগাঁওয়ের জমিদার হন।
অন্যদিকে,
- বিক্রমপুরের জমিদার : চাঁদ রায় ও কেদার রায়
- চন্দ্রদ্বীপের জমিদার : পরমানন্দ রায়
- ভাওয়ালের জমিদার : বাহাদুর গাজি।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)