সঠিক উত্তর হচ্ছে: শ্রী রাখালদাস বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা: ━━━━━━━━❪❂❫━━━━━━━━ \r\nসিন্ধু সভ্যতা বিশ্বের প্রাচীন সভ্যতার অন্যতম। খ্রিস্টের জন্মের আনুমানিক চার থেকে পাঁচ হাজার অব্দে এর গোড়াপত্তন হয়। সিদ্ধু সভ্যতার দুটি প্রধান কেন্দ্র বর্তমান পাকিস্তানের অন্তর্ভুক্ত সিন্ধু প্রদেশের লারকানা জেলার মহেঞ্জোদারো এবং পাঞ্জারের ইরাবতী নদীর তীরে হরপ্পা। সিন্ধু সভ্যতার আবিষ্কারক শ্রী রাখালদাস বন্দ্যোপাধ্যায়।\r\n━━━━━━━━❪❂❫━━━━━━━━