সঠিক উত্তর হচ্ছে: UNTSO
ব্যাখ্যা: ১৯৪৮ সালে প্যালেস্টাইনে প্রেরিত United Nations Truce Supervision Organisations মিশন জাতিসংঘের প্রথম ও সবচেয়ে দীর্ঘমেয়াদি শান্তিরক্ষা মিশন। এটি বর্তমানেও চালু রয়েছে। বর্তমান পর্যন্ত জাতিসংঘের মোট মিশন সংখ্যা ৭১ টি যার মধ্যে বর্তমানে চালু ১৩ টি। বর্তমানে প্রায় ৯৫,০০০ শান্তিরক্ষী ১৩ টি মিশনে নিয়োজিত আছে৷ এদের মধ্যে সবচেয়ে বেশি শান্তিরক্ষী ইথিওপিয়ার (৬৬৩৯ জন)। দ্বিতীয় বাংলাদেশ (৬৪১৩ জন)। বাংলাদেশ ১৯৮৮ সালে প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেয়। ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী শান্তিতে নোবেল পুরষ্কার পায়। (সূত্রঃ ইউএনও পিসকিপিং সংস্থা ওয়েবসাইট)