সঠিক উত্তর হচ্ছে: রামরাম বসু
ব্যাখ্যা: রামরাম বসু রচিত \'রাজা প্রতাপাদিত্য চরিত্র\' গ্রন্থে রাজা প্রতাপাদিত্য সম্পর্কে জ্ঞাত কাহিনিগুলোর বর্ণনা প্রদান করা হয়েছে। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যক্ষ উইলিয়াম কেরি রচিত বিখ্যাত গ্রন্থ \'কথোপকথন\' । গোলকনাথ শর্মার \'হিতোপদেশ\' ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক হিসেবে মুদ্রিত ও প্রকাশিত হয় । হরপ্রসাদ রায়ের অনূদিত গ্রন্থ \' পুরুষপরীক্ষা\'।