ব্যাখ্যা: ”দুধের মাছি” বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু। \nদুধের মাছি অর্থ: \nসু সময়ের বন্ধু। \nদুঃসময়ে বন্ধুর অভাব হলেও সুসময়ে বন্ধুর অভাব হয় না। সুসময়ের বন্ধুকে \'দুধের মাছি\' দিয়ে প্রতীকি অর্থে প্রকাশ করা হয়।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।