সঠিক উত্তর হচ্ছে: ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি
ব্যাখ্যা: পেশাগত মূল্যবোধ বলতে পেশাজীবীর দায়িত্ব-কর্তব্য ও কজের আচরণ নির্দেশনাদানকারী নীতিমালাকে বোঝায়। এধরনের মূল্যবোধ কোন পেশাগত দায়িত্ব পালনের জন্য কতকগুলো কেন্দ্রীয় আদর্শাবলি। ক্রিসি সিভিকের মতে, “পেশাগত মূল্যবোধ হলো সেসব নীতিমালা বা আদর্শ যেগুলোর আলোকে পেশাগত সিধান্ত গ্রহণ ও কার্যক্রম পরিচালিত হয়।”