সঠিক উত্তর হচ্ছে: অক্ষরবৃত্ত
ব্যাখ্যা: মাইকেল মধুসূদন দত্ত\nকাব্যগ্রন্থ- চতুর্দশপদী কবিতাবলী\nছন্দ- অক্ষরবৃত্ত, এটি একটি সনেট\n১৮৬০ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা একটি চিঠিতে তিনি প্রথম এই সনেট লেখার কথা বলেন। তখন এটির নাম ছিলো ‘কবি-মাতৃভাষা’। পরে কিছু পরিবর্তিত রূপে ‘বঙ্গভাষা’ নামে ‘চতুর্দশপদী কবিতাবলী’তে সংকলিত হয়।