সঠিক উত্তর হচ্ছে: এ্যা ধ্বনি
ব্যাখ্যা: মুহাম্মদ আবদুল হাই প্রতিষ্ঠিত বাংলায় নতুন স্বরধ্বনি অ্যা। এটি বাংলা মৌলিক স্বরধ্বনি। বাংলা বর্ণমালায় এই ধ্বনির জন্য পৃথক কোন চিহ্ন নাই। স্বাধীন ধ্বনি হিসেবে এই ধ্বনি দুইভাবে লেখা হয় : এ্যা, অ্যা।এদের মধ্য এ্যা অধিকতর যুক্তি সংগত। ধ্বনি বৈশিষ্ট্য বিচারে এ্যা হলো_ স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি, নিম্ন-মধ্য স্বরধ্বনি, সম্মুখ স্বরধ্বনি, অর্ধ বিবৃত স্বরধ্বনি।