সঠিক উত্তর হচ্ছে: অনু + এষণ = অন্বেষণ
ব্যাখ্যা: প্রথম পদের শেষে উ/ঊ ধ্বনি এবং দ্বিতীয় পদের প্রথমে উ/ঊ ছাড়া অন্য স্বরধ্বনি থাকলে, উ/ঊ ধ্বনি এর স্থলে ‘ব-ফলা’ হয় এবং স্বরধ্বনি চিহ্ন পূর্ববতী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। [শর্টকাট : উ/ঊ + অন্য স্বরধ্বনি = ব-ফলা + উ/ঊ ভিন্ন স্বরধ্বনি চিহ্ন] । যেমন- 
\nউ + অ = ব-ফলা + অ	\nসু + অল্প = স্বল্প, \nঅনু + অয় = অন্বয়। 
\nউ + আ = ব-ফলা + আ 	\nসু + আগত = স্বাগত  [গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী: ৯৯; প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩], \nপশু + আচার = পশ্বাচার। 
\nউ + ই = ব-ফলা + ই 	\nঅনু + ইত = অন্বিত। 
\nউ + ঈ = ব-ফলা + ঈ 	\nতনু + ঈ = তন্বী।  [পোস্টাল অপারেটর: ১৯; বিসিআরসি সহকারী ব্যবস্থাপক: ১১] 
\nউ + এ = ব-ফলা + এ 	\nঅনু + এষণ = অন্বেষণ।  [এনএসআই এর ওয়াচার কনস্টেবল: ১৯; বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ব্যক্তিগত সহকারী: ১৯] \n