সঠিক উত্তর হচ্ছে: WCED
ব্যাখ্যা: WCED (World Commission of Environment and Development)- পরিবেশ ও উন্নয়নের উপর আন্তর্জাতিক কমিশন। এ কমিশন গঠিত হয় নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী গ্রো হারলেম ব্রান্টল্যান্ডের নেতৃত্বে ২১ সদস্য নিয়ে। এ কমিশন ১৯৮৭ সালে \'Our common future\' শিরােনামে এর রিপোর্ট পেশ করে যা Brundtland report নামে পরিচিত।