সঠিক উত্তর হচ্ছে: ফররুখ আহমদ
ব্যাখ্যা: ফররুখ আহমদ রচিত সনেটের সংকলন হলো মুহূর্তের কবিতা। এটি ১৯৬৩ সালে প্রকাশিত হয়। তার সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ হলো সাত সাগরের মাঝি। চতুর্দশপদী কবিতাবলি মাইকেল মধুসূদন দত্ত রচিত সনেট সংকলন যা ১৮৬৬ সালে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যে ইতালিয় সনেট প্রবর্তন করে প্রমথ চৌধুরী। (সূত্রঃ Hello BCS লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর)