সঠিক উত্তর হচ্ছে: উদ্দীপনা
ব্যাখ্যা: হামাস শব্দের অর্থ উদ্দীপনা। হামাস ফিলিস্তিনি ভিত্তিক সংগঠন। হামাস প্রতিষ্ঠিত হয় ১৯৮৭ সালে। প্রতিষ্ঠাতা ছিলেন শেখ আহমেদ ইয়াসিন। হামাস মূলত সুন্নি দের এক্টি সংগঠন। হামাসের সদর দফতর গাজায়। এর প্রধান হলেন- খালেদ মেশাল আর প্রধানমন্ত্রী হলেন- ইসমেইল হানিয়া। হামাসের প্রবাসী কার্যালয় কাতারের দোহায়।[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা]