সঠিক উত্তর হচ্ছে: কবাট > কপাট
ব্যাখ্যা: শব্দ-মধ্যে কোন কোন সময় কোন ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়৷ একে বলে ব্যঞ্জন বিকৃতি৷
যেমন- কবাট > কপাট, ধোবা > ধোপা, ধাইমা > দাইমা ইত্যাদি৷
বউদিদি > বউদি, বড় দাদা > বড়দা ইত্যাদি ব্যঞ্জনচ্যুতির উদাহরণ।
অন্যদিকে, ফাল্গুন > ফাগুন অন্তর্হতির উদাহরণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি।