সঠিক উত্তর হচ্ছে: ১ বছরের জন্য
ব্যাখ্যা: প্রতিটি দেশ হতে সর্বোচ্চ ৫ জন করে সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করতে পারে। তবে ভোটাধিকার ০১ জনের। সাধারণ পরিষদের সদস্য সংখ্যা ১৯৩টি। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় ১ বছরের জন্য।
\n\n☼ সাধারণ পরিষদ সম্পর্কে আরও কিছু তথ্য_______________
\n \nজাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদের সদস্য। প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হয় (১০তম বিসিএস)। ১৯৪৬ সালের ১০ জানুয়ারি জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন হয় লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে। ২০১৯ সাল পর্যন্ত সাধারণ পরিষদের অধিবেশন হয় ৭৪টি।
\n\n→ বাংলাদেশ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিল ১৯৮৬ সালে। বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম অধিবেশনে (১৯৮৬) সভাপতিত্ব করেন।
\n\n→ সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি বিজয় লক্ষী পণ্ডিত (ভারত)।