সঠিক উত্তর হচ্ছে: ১০ টা ৩৬ মিনিট
ব্যাখ্যা: কোনো স্থানের সময় সকাল ১১ টা হলে তার ৬° পশ্চিমের স্থানে সময় হবে ১০টা বেজে ৩৬ মিনিট।\n\nআমরা জানি, ১° এর ব্যবধানে সময়ের পার্থক্য ৪ মিনিট।\n\nতাহলে ৬° এর ব্যবধানে সময়ের পার্থক্য হবে (৬×৪)=২৪ মিনিট।\n\nযেহেতু ৬° পশ্চিমে তাই সময় হবে (১১ টা থেকে ২৪ মিনিট বাদ), অর্থাৎ ১০ টা বেজে ৩৬ মিনিট।