সঠিক উত্তর হচ্ছে: ২৫০
ব্যাখ্যা: প্রথম ক্রয়মূল্য ১০০ টাকা হলে ১০% ক্ষতিতে প্রথম বিক্রয় মূল্য = ৯০টাকা।
\nআবার ২০% কমে ২য় ক্রয়মূল্য \nযখন ৮০ টাকা তখন ৪০% লাভে ২য় বিক্রয়মূল্য ৮০ টাকার ১৪০% = ১১২টাকা।
\nএখন দুই বিক্রয়মূল্যের মধ্যে পার্থক্য ১১২-৯০ = ২২টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা।
\nসুতরাং দুই বিক্রয়মূল্যের মধ্যে পার্থক্য ৫৫ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৫৫)/২২ = ২৫০ টাকা।
\nসহজ করে ভাবুন : \n২২% = ৫৫ হলে ১০০% = ২৫০ টাকা ।