সঠিক উত্তর হচ্ছে: তালব্য বর্ণ
ব্যাখ্যা: উচ্চারণ অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়: ১.ওষ্ঠ ব্যঞ্জন ২. দন্ত্য ব্যঞ্জন ৩. দন্তমূলীয় ব্যঞ্জন ৪. মূর্ধন্য ব্যঞ্জন ৫. তালব্য ব্যঞ্জন ৬. কন্ঠ্য ব্যঞ্জন ৭. কন্ঠনালীয় ব্যঞ্জন।চ,ছ,জ,ঝ,শ তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ। \n[তথ্যসুত্রঃ বাংলা ব্যকরণ ও নির্মিত - নবম-দশম শ্রেণি - পৃষ্ঠা নং১৮]