সঠিক উত্তর হচ্ছে: দুই তীর ও অন্যান্য গল্প
ব্যাখ্যা: ১৯৬৫ সালে সৈয়দ ওয়ালী উল্লাহ দুই তীর ও অন্যান্য গল্পের জন্য আদমজী পুরস্কার লাভ করেন। তার প্রথম গ্রুন্থ হলো নয়নচারা। এছাড়াও তার সর্বশ্রেষ্ঠ উপন্যাস হলো লালসালু। তিনি ১৯৬১ সালে লালসালুর জন্য বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন \n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর]