সঠিক উত্তর হচ্ছে: একজন কবি ও সমাজসেবক
ব্যাখ্যা: বেগম সুফিয়া কামাল (১৯১১-৯৯) -এর বিখ্যাত কাব্যগ্রন্থ \'সাঝের মায়া\', মন ও জীবন\', \'উদাত্ত পৃথিবী\', \'অভিযাত্রিক\', \'মায়া কাজল\' প্রভৃতি। তিনি সমাজসেবা ও নারীকল্যাণমূল্ক নানা কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এই কর্মের স্বীকৃতির জন্য তাকে বাংলাদেশের জনগণ \'জননী সাহসিকা\' অভিধায় অভিষিক্ত করেছে।\n\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা সৌনিত্র শেখর]