সঠিক উত্তর হচ্ছে: যে পানিতে সাবানের ফেনা হয় না
ব্যাখ্যা: খর পানি বলতে \'যে পানিতে সাবানের ফেনা হয় না\' সে পানি কে বুঝায়।\n\nপ্রচুর সাবান খরচ করেও যে পানিতে সহজে ফেনা হয় না তাকে খর পানি বলে। সমুদ্রের পানি, ঝর্ণার পানি, নদীর পানি, গভীর নলকূপের পানি খর পানি। যে পানিতে সহজে ফেনা হয় তাকে মৃদু পানি বলে। বৃষ্টির পানি, পুকুরের পানি, মৃদু পানি। প্রাকৃতিক পানির মধ্যে বৃষ্টির পানিই সবচেয়ে মৃদু।