সঠিক উত্তর হচ্ছে: সুলতানী আমলে
ব্যাখ্যা: ১৩৩৮ থেকে ১৩৫২ খ্রিষ্টাব্দ পর্যন্ত সোনারগাঁ ফখরউদ্দীন মোবারক শাহ প্রতিষ্ঠিত স্বাধীন ইলিয়াস শাহ সোনারগাঁ দখল করেন এবং সেখান থেকে মুদ্রা জারি করেন। ঈসা খান ও তার বংশধরদের শাসনামলে সোনারগাঁ তাদের রাজধানী ছিল। মুসা খানের পতনের পর (১৬১১) সোনারগাঁ মুঘল সুবাহ বাংলার একটি সরকারে পরিণত হয়। ঢাকায় মুঘল রাজধানী স্থাপনের পর (১৬১০) থেকেই দ্রুত সোনারগাঁয়ের পতন শুরু হয়য়।