সঠিক উত্তর হচ্ছে: ধীরে বহে মেঘনা
ব্যাখ্যা: অপশনসমূহের মধ্যে ‘ধীরে বহে মেঘনা’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। এর পরিচালক আলমগীর কবির। এটি ১৯৭৩ সালে মুক্তি পায়।
অন্যদিকে,
- তিতাস একটি নদীর নাম : জেলেপাড়ার জীবন কাহিনী
- চিত্রা নদীর পাড়ে : দেশভাগের পটভূমি
- হাজার বছর ধরে : আবহমান বাংলার জীবন প্রবাহ।
(সূত্রঃ বাংলাপিডিয়া এবং বিডিনিউজ)