সঠিক উত্তর হচ্ছে: বেতার
ব্যাখ্যা: মিশ্র বা সংকর কথাটির সাধারণ অর্থ হল দুই বা তার বেশি ভিন্ন উপাদান মিশিয়ে প্রাপ্ত। যে কোনো ভাষার শব্দভাণ্ডারে বিভিন্ন উৎস থেকে শব্দ, ধাতু, উপসর্গ, প্রত্যয় প্রভৃতি গ্রহণ করা হয়। এইসব ভিন্ন ভিন্ন উৎস থেকে নেওয়া উপাদানের মধ্যে অনেক সময় মিশ্রণ ঘটতে দেখা যায় । হাট-বাজার (বাংলা + ফারসি), মাস্টার মশাই (ইংরেজি + তদ্ভব), শাক-সবজি (তৎসম + ফারসি)।