সঠিক উত্তর হচ্ছে: যুগবাণী
ব্যাখ্যা: ১৯২২-১৯৩১ সাল পর্যন্ত কাজী নজরুল ইসলামের মোট ৫ টি গ্রন্থ বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে প্রথম যে প্রন্থটি নিষিদ্ধ হয় তা হলো \'যুগবাণী\'। ১৯২২ সালের ২৩ নভেম্বর ১৬৬৬১ পি নাম্বার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ইংরেজ সরকার ফৌজদারি বিধির ৯৯ এ ধারায় বইটি বাজেয়াপ্ত করে। একই দিনে নজরুলকে কুমিল্লা থেকে গ্রেফতার করে কলকাতায় আনা হয়। \'বিষের বাঁশি\' ১৯২৪ সালের ২২ অক্টোবর এবং \'ভাঙার গান\' ১৯২৪ সালের ১১ নভেম্বর নিষিদ্ধ হয়। \' প্রলয় শিখা\' বাজেয়াপ্ত হয় ১৯৩১ সালে। \'চন্দ্রবিন্দু\' নিষিদ্ধ হয় ১৪ অক্টোবর ১৯৩১ সালে।