সঠিক উত্তর হচ্ছে: মগোজ
ব্যাখ্যা: কোন শব্দের শেষে জাত অর্থে \'জ\' থাকলে আমরা আমরা তা উচ্চারণ করি \'জো\'। যেমন, বনজ [বনোজো], খনিজ [খোনিজো], সরসিজ [শরোশিজো], ইত্যাদি এবং এ ছাড়া শব্দ শেষের অন্যান্য \'জ\' আমরা হলন্ত (হসন্ত যুক্ত) উচ্চারণ করে থাকি, যেমন, কাগজ [কাগোজ্] , মগজ [মগোজ্], কাজ [কাজ্], বাজ [বাজ্], সাজ্ [শাজ্], বরজ (পান চাষের) [বরোজ্], ইত্যাদি।