সঠিক উত্তর হচ্ছে: প্রায়শ্চিত্ত
ব্যাখ্যা: \'বৌ ঠাকুরাণীর হাট\' উপন্যাসটি ১৮৮১-৮২ খ্রিস্টাব্দে ভারতী পত্রিকায় প্রথম ছাপা হয় এবং ১৮৮৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাস। এই উপন্যাসের কাহিনি অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে \'প্রায়শ্চিত্ত\' নাটক রচনা করেন। এই নাটকেই ধনঞ্জয় বৈরাগী চরিত্রের আবির্ভাব ঘটে। \'প্রায়শ্চিত্ত\' কে বলা হয় রবীন্দ্রনাথের শেষ মানবভূমিক নাটক। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]