সঠিক উত্তর হচ্ছে: দিব্ + লোক
ব্যাখ্যা: \"দ্যুলোক\" শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ হচ্ছে দিব্ + লোক।\n\nনিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি \'দ্যুলোক এর যথার্থ সন্ধি বিচ্ছেদ হল : দির্ + লোক। আরো কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হল: এক্+দশ= একাদশ, ষট্+দশ ষোড়শ, মনস্+ঈশা= মনীষা, বৃহৎ+পতি= বৃহস্পতি, গো+পদ = গোষ্পদ, দিব্+লোক= দ্যুলোক, বন্+পতি= বনস্পতি, পর্+পর= পরস্পর, আ+চর্য= আশ্চর্য, তৎ+কর = তস্কর