সঠিক উত্তর হচ্ছে: মন্টেস্কু
ব্যাখ্যা: ১৭৪৮ সালে ফরাসি দার্শনিক মন্টেস্কু তার \"The Spirit of Laws\" গ্রন্থে সর্বপ্রথম পরিপূর্ণভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক ব্যাখা দান করেন। এ নীতির অর্থ সরকারের তিন বিভাগ(শাসন, আইন ও বিচার বিভাগ) এর ক্ষমতা ও কাজ পৃথক ও স্বতন্ত্র করে দেওয়া। [তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি)]