সঠিক উত্তর হচ্ছে: সম্পর্কযুক্ত ডেটাবেজ
ব্যাখ্যা: যেসকল ডেটাবেজ পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফাইল নিয়ে গঠিত সে সকল ডেটাবেজকে সম্পর্ক যুক্ত ডেটাবেজ বলে। ডেটাবেজের টেবিলগুলো প্রাইমারি কী ও ফরেন কীর মাধ্যমে পরস্পর সম্পর্কযুক্ত থাকে বিধায় এই মডেলকে সম্পর্কযুক্ত ডেটাবেজ বলা হয়। ১৯৭০ সালে E.F.Codd সম্পর্কযুক্ত ডেটাবেজ মডেলটির ধারণা উপস্থাপন করেন।\n[তথ্যসূত্রঃ ষষ্ঠ অধ্যায় পাঠ-৬.৩ (রিলেশনাল ডাটাবেজ মডেল), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি]\n