সঠিক উত্তর হচ্ছে: পাঞ্জাববাসী
ব্যাখ্যা: ১৯৪০ সালে লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে ফজলুল হকের জ্বালাময়ী ভাষণে মুগ্ধ হয়ে পাঞ্জাববাসী তাকে শের-ই-বঙ্গাল (বাংলার বাঘ) উপাধী প্রদান করেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি: বিবিসি বাংলার জরিপে চতুর্থ স্থানে আছেন। এ কে ফজলুল হক। তিনি অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী। [সূত্রঃ বিবিসি নিউজ-বাংলা]