সঠিক উত্তর হচ্ছে: শিল্পখাত
ব্যাখ্যা: বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে শিল্পখাতের অবদান ক্রমবর্ধমান। জিডিপিতে শিল্পখাতের অবদানের চিত্র:
- ২০১৭-১৮ অর্থবছর : ৩৩.৬৬ শতাংশ
- ২০১৮-১৯ অর্থবছর : ৩৫.০০ শতাংশ
- ২০১৯-২০ অর্থবছর : ৩৫.৩৬ শতাংশ।
অন্যদিকে একই সময়ে জিডিপিতে সেবা, কৃষি ও খনিজ খাতের অবদান ক্রমহ্রাসমান।
(সূত্র: বিবিএস ওয়েবসাইট)