সঠিক উত্তর হচ্ছে: ৫ ডিসেম্বর, ১৯৬৯
ব্যাখ্যা: ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান \'বাংলাদেশ\' নামটি উত্থাপন করেন। অধিকাংশ নেতাকর্মীই \'বাংলাদেশ\' নামটি মেনে নেন। ৬ ডিসেম্বর বিভিন্ন পত্রিকায় \'বাংলাদেশ\' নামকরণের খবর ছাপা হয়। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে স্বাধীন দেশ হিসাবে স্থান করে নেয় বাংলাদেশ নামক দেশটি।